রূপগঞ্জে হাশেম ফুডস ফ্যাক্টরিতে আগুন, ২ শ্রমিকের মৃত্যু
৮ জুলাই ২০২১ ২০:১৬ | আপডেট: ৯ জুলাই ২০২১ ০২:৩১
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় গাউছিয়া হাশেম ফুডস ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এতে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
আগুনের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ জন রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডে নিহত দুই শ্রমিক হলেন হাসেম ফুডস ফ্যাক্টরির শ্রমিক মিনা আক্তার (৪০) ও স্বপ্না রাণী (৪১)।
রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে দুইজন শ্রমিকের মৃতদেহ রয়েছে। অন্তত ১৫ জন শ্রমিক আহতাবস্থায় হাসপাতালে এসেছেন।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৭ তলাবিশিষ্ট ওই ভবনে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে শুনেছি বিদ্যুৎ ওয়েল্ডিংয়ের ত্রুটির কারণে কারখানায় আগুন লাগে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ছবি তুলেছেন: হাবিবুর রহমান
সারাবাংলা/ইউজে/একে