Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির মতো জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ দেশ চালায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৮:৩০ | আপডেট: ৮ জুলাই ২০২১ ১৮:৩১

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন কিনতে চলমান কোনো প্রকল্পের বরাদ্দ কমানোর দরকার নেই। কারণ বিএনপির মতো জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ দেশ চালায় না।

মেগা প্রকল্পগুলোর অর্থ কমিয়ে করোনার ভ্যাকসিন সংগ্রহের কাজে লাগানোর জন্য বিএনপি নেতা মোশাররফ হোসেনের প্রস্তাবের প্রতিত্তোরে একথা বলেন তিনি। বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানীর মিন্টু রোডে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে চট্টগ্রাম জেলা সমন্বয় সভার বৈঠকে সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বিজ্ঞাপন

বিএনপি নেতাদের বক্তব্য সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ ছিল, সেজন্য তারা জোড়াতালি দিয়ে দেশ চালিয়েছে। সেই জোড়াতালি দিয়ে আমাদের দেশ চালাতে হবে না।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবেই দেশ পরিচালনা করছেন। কোনো জায়গা থেকে কমিয়ে কোনো কিছু করতে হবে না। করোনা মোকাবিলার জন্য বিশেষত করোনার ভ্যাকসিন কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।’

দরিদ্র জনগোষ্ঠীর প্রতি নজর দেওয়া নিয়ে বিএনপি মহাসচিবের পরামর্শ সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার প্রথম দফা লকডাউনের (বিধিনিষেধ) সময় সাত কোটির বেশি মানুষকে সহায়তা দিয়েছে। ইতোমধ্যে আরও কয়েক কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে এবং এই সহায়তা চলমান রয়েছে। একই সঙ্গে আমাদের দলের পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ সহায়তা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সকল নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো জনগণের পাশে দাঁড়াননি। শুধু টেলিভিশনেই বক্তব্য দেন। আর মাঝেমধ্যে অনলাইনে উঁকি দিয়ে বক্তব্য দেন। সেকারণেই তারা একথাগুলো বলছেন। দেশে কি কোনো হাহাকার আছে? আজ ১৬ মাস করোনা বাংলাদেশে আঘাত হেনেছে। একজন মানুষও তো না খেয়ে মৃত্যুবরণ করেনি। এটিই হচ্ছে সরকারের সফলতা। আমরা ইনশাআল্লাহ এই পরিস্থিতিও মোকাবিলা করতে পারব। আমি মির্জা ফখরুল সাহেবকে বলব, এ ধরণের পরামর্শ না দিয়ে জনগণের পাশে দাঁড়ান।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ড. হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর