Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৩৩৩’ এ ফোন করে খাদ্য সহায়তা পেলো ৪০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৮:১৬

লালমনিরহাট: ৩৩৩ এ ফোন করে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৪০ জন অসহায় পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা। উপজেলায় এই কর্মসূচির আওতায় ৪৮৮টি পরিবার সহায়তা পাবেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এসব পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলেন দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, ছাত্রলীগের সাধারণত সম্পাদক মাইদুল ইসলাম বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্দ্যোগে করোনায় কর্মহীন এসব পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি করে লবণ দেওয়া হয়েছে।

ত্রাণ পাওয়া কর্মহীন মোস্তাক আলী জানান, পরিবারের ৪ সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করার একপর্যায়ে বুধবার রাতে ফোন দেওয়ার পর ত্রাণের জন্য উপজেলা প্রশাসন থেকে তাকে ডাকা হয়েছে। এ ধরণের সহায়তা পেয়ে তিনি খুবই আনন্দিত।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে কঠোর বিধিনিষেধসহ লকডাউন চলছে। এসময় নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো নিদারুন কষ্টে দিনাযাপন করছেন। এসব পরিবারগুলোর বাড়িতে খাদ্যসংকট দেখা দিলেও তারা কারও কাছে হাত পাতেন না। সে কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় ৩৩৩ এ ফোন করলে খাদ্যসহায়তা নিয়ে হাজির হন সরকারি কর্মকর্তারা।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, করোনার সময় দোকান, ছোট-মাঝারি কারখানা, প্রাইভেট, কোচিং ও টিউশনি বন্ধ থাকায় শিক্ষিত-অর্ধ শিক্ষিত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা লোক লজ্জায় কারও কাছে সাহায্য চাইতে পারেন না। এদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩৩৩ এ ফোন দিলে আমরা খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছি। এতে ওইসব পরিবার উপকৃত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

৪০ পরিবার আদিতমারী উপজেলা খাদ্য সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর