মিয়ানমার ছাড়ল টেলিনর
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২১ ১৪:৩৭ | আপডেট: ৮ জুলাই ২০২১ ১৭:৩২
৮ জুলাই ২০২১ ১৪:৩৭ | আপডেট: ৮ জুলাই ২০২১ ১৭:৩২
ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমাতে টেলিযোগাযোগ নেটওয়ার্কের ওপর জান্তা প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নরওয়েভিত্তিক বহুজাতিক করপোরেশন টেলিনর।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ১০৫ মিলিয়ন মার্কিন ডলার চুক্তিতে লেবাননভিত্তিক এম১ গ্রুপ্রের কাছে মিয়ানমারের অপারেশনস কার্যক্রম বিক্রি করে দিয়েছে টেলিনর।
এদিকে, চলতি সপ্তাহেই মিয়ানমার থেকে ৭৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রাজস্ব হারিয়েছে টেলিনর। অথচ, ২০২০ সালে টেলিনরের মোট অর্জিত রাজস্বের সাত শতাংশ এসেছিল মিয়ানমার থেকে।
সারাবাংলা/একেএম