Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও শয্যা বাড়ানোর নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৩:২৮ | আপডেট: ৮ জুলাই ২০২১ ১৯:৫৯

ঢাকা: অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালে কোভিড-১৯ রোগীর শয্যাসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য সারাদেশে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকরা সংযুক্ত হয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সকল বিভাগ ও জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সিং করেছেন। উপসর্গ/লক্ষণ যুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সারাবাংলা/এনআর/এএম

টপ নিউজ ড. আহমদ কায়কাউস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর