রাস্তায় মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন
৮ জুলাই ২০২১ ১১:৫০ | আপডেট: ৮ জুলাই ২০২১ ১৪:৪৩
ঢাকা: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী আরোপিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে রাস্তায় মানুষের আনাগোনা কিছুটা বেশি আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে রাজধানীর ধানমণ্ডি-ঝিগাতলা-২৭ নম্বর-শঙ্কর-মোহাম্মদপুর এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্রের দেখা মিলেছে।
এদিকে, রিকশা-ব্যক্তিগত গাড়িসহ নানান যানবাহন ব্যবহার করে মানুষের চলাচল প্রবণতা আগের সাতদিনের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে। চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালাভাব চোখে পড়েছে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর টহল টিম মূল রাস্তায় থাকলেও অলিগলিসহ এলাকার বাজারগুলোতে মানুষের আনাগোনা নিয়ন্ত্রণে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেই।
কঠোর বিধিনিষেধের আগের দিনগুলোর তুলনায় বুধবার রাস্তায় যানবাহন বেশি হওয়ার কারণ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাখাত, ব্যাংক কিছু দফতর বিধিনিষেধের আওতামুক্ত থাকা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকালের ভ্যাপসা আবহাওয়া উপেক্ষা করে মানুষকে রাস্তায় নামতে দেখা গেছে। মোড়ে মোড়ে আরোহীর অপেক্ষায় থাকা রিকশাচালকদের জটলা লক্ষ্য করা গেছে। মূল রাস্তার কোথাও কোথাও টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে।
অন্যদিকে, রাজধানীর কাকরাইল মোড়ে সেনা চেকপোস্টে যানবাহন আটকে জিজ্ঞাসাবাদ করার দৃশ্য দেখা গেছে। শান্তিনগরের দিকে ফুটপাতের আশপাশে প্রায় সব দোকানপাট খোলা থাকতে দেখা যায়। এ রাস্তায় গাড়ির চাপও ছিল লক্ষ্য করার মতো। গুলিস্তান মোড় এবং এর আশেপাশের এলাকায় রীতিমতো রিকশাজট ছিল সকাল থেকেই। চেকপোস্টে গাড়ি আটকানো হলেও দোকানপাট বন্ধের ব্যাপারে পুলিশের বাড়তি তৎপরতা দেখা যায়নি।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১ জুলাই থেকে দেশে প্রথমে সাত দিনের এবং পরে আরও বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সারাবাংলা/এনআর/এএইচএইচ/একেএম
কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস কোভিড-১৯ যানবাহন বাড়ছে রাস্তায় মানুষ সংক্রমণ মোকাবিলা