Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁচানো গেল না দুই মাথাবিশিষ্ট নবজাতকটিকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ২৩:২৩ | আপডেট: ৭ জুলাই ২০২১ ২৩:২৮

ঢাকা: ভূমিষ্ঠ হওয়ার আগেই আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছিলেন গর্ভের সন্তান স্বাভাবিক নয়। তারপরও মেনে নিয়েছিলেন জলিল-শারমিন দম্পতি। মঙ্গলবার (৬ জুলাই) বরিশাল নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়ার কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই নবজাতকের বাবা আ. জলিল জানান মঙ্গলবার (৬ জুলাই) রাতে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের আ. জলিলের স্ত্রী শারমিন (৩৫) গর্ভধারণের পাঁচ মাস পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন, অনাগত সন্তানের দুটি মাথা ও দুটির বেশি পা রয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) গাইনি চিকিৎসক ডা. তানিয়া আফরোজের তত্ত্বাবধায়নে সিজার হলে দুই মাথা, তিন পা ও দুই হাত বিশিষ্ট নবজাতকের জন্ম হয়। প্রসবের পর নড়াচড়া না থাকলেও মল ত্যাগ করে শিশুটি। এরপর সেখানকার চিকিৎসকরা শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে মৃত শিশুই নিয়ে আনা হয়েছিল।

সারাবাংলা/একে

নবজাতক বরিশাল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর