Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ২০:১৬

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে ফারিয়া বেগম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকেলে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

মৃত ফারিয়া উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।

মৃতের স্বজনরা জানিয়েছেন, বিকেলে বাড়ির পেছনে খেলতে যায় ফারিয়া। পরে খেলতে খেলতে হঠাৎ পাশের ডোবার পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর, তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে, পার্শ্ববর্তী আরেকটি ডোবায় মরদেহ ভেসে উঠতে দেখে ফারিয়ার ভাই শাহার ইসলাম। পরে, মরদেহ দ্রুত উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একেএম

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর