Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছোট ভাইয়ের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১৯:৩৪ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৯:৪৫

ঢাকা: অসুস্থ মাকে ডাবের পানি খাওয়ানোকে কেন্দ্র করে সৎ বড় ভাই শামস তাবরেজ বিপ্লবকে হত্যার ঘটনায় ছোট ছেলে শামস শের ইসলাম পিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৭ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা ওয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন আসামি পিয়াসকে আদালতে হাজির করেন। পিয়াস স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

অভিযোগ থেকে জানা গেছে,  দুই ভাই মাকে নিয়ে ওয়ারির যোগীনগর লেন এলাকায় বসবাস করেন। গত ২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মা আনোয়ারা ইসলাম দুই ছেলে শামস তাবরেজ বিপ্লব ও শামস শের ইসলাম পিয়াসকে নিয়ে ড্রয়িং রুমে বসেছিলেন। আনোয়ারা ইসলাম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পিয়াসের কাছে ডাবের পানি  চান। পিয়াস পানি দিতে গেলে বড় ভাই বিপ্লবের সঙ্গে তার কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে বড় ভাই বিপ্লব ছোট ভাই পিয়াসকে চড়-থাপ্পড় মারেন।

এ ঘটনায় ক্ষোভের বশবর্তী হয়ে পিয়াস ড্রইংরুম থেকে কাঁচি এনে বিপ্লবের মাথায় ও কানের গোড়ায় আঘাত করে।  এ ঘটনায় আহত হয়ে বিপ্লব মেঝেতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে মা তাকে রামপুরা বেটারলাইভ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে মারা যান বিপ্লব।

এ ঘটনায় ছোট ভাইকে একমাত্র আসামি করে ৬ জুলাই ওয়ারি থানায় মামলা দায়ের করেন সৎ বোন সানিয়া ইসলাম সিগ্ধা। মামলা দায়েরের পর পিয়াসকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর