Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১৮:২৭

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও উপদেষ্টা সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৭ জুলাই) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর উপদেষ্টা এস কে সুর চৌধুরী এবং বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের ও তাদের দু’জনের স্ত্রীর ব্যাংক হিসাব তলব করে এনবিআরের আওতাধীন সিআইসি।

চিঠিতে ২০১৩ সালের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের হিসাবের হালনাগাদ তথ্য চাওয়া হয়। এমনকি আগের ব্যাংক হিসাব কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এমন হিসাবের তথ্যও দিতে বলা হয় তখন।

সারাবাংলা/এসজে/একে

এনবিআর এস কে সুর টপ নিউজ বাংলদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর