গুজব-অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকুন: নওফেল
৭ জুলাই ২০২১ ১৮:২১ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৮:২৩
চট্টগ্রাম ব্যুরো: গুজব-অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার (৭ জুলাই) সৌজন্য সাক্ষাতে আসা চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে নগরীর কোতোয়ালি-বাকলিয়া আসনের সাংসদ উপমন্ত্রী নওফেল এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এদেশের আবহমান সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে।’
‘ধর্ম যার যার, আমরা সবাই এদেশের মানুষ। যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের নজরদারিতে রাখতে হবে। যারা গুজব সৃষ্টি করে, অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে, সম্প্রীতি বিনষ্ট করে তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে, যাতে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারে’- বলেন উপমন্ত্রী নওফেল।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, বিদায়ী সভাপতি চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলি, সাবেক সাধারণ সম্পাদক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, বিদায়ী সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম