Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকের ধাক্কায় আইনজীবী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১৬:৩৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় ফরিদ উদ্দিন (৬৪) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলী তিন নম্বর রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফরিদ উদ্দিন ঢাকা জজ কোর্টের আইনজীবি ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার বায়পুর উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগ রায়েরবাজার সুলতানগঞ্জ এলাকায় থাকতো।

এসআই সাব্বির আলম জানান, বুধবার সকালে মিরপুর পাইকপাড়া এলাকায় কাজে যান ফরিদ উদ্দিন। সেখান থেকে বাসায় ফেরার পথে শ্যামলী তিন নম্বর রোডের মাথায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু এর চালক পালিয়ে গেছে। বর্তমানে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

আইনজীবী নিহত

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর