Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতুর ওপরে বিপজ্জনক অবস্থায় লোহার পাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১১:৪২ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১১:৪৪

সুনামগঞ্জ: জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় যাতায়াত সড়কের রসুলপুর এলাকায় সেতুর ওপর দীর্ঘদিন ধরে একাধিক স্থানে বিপজ্জনকভাবে লোহার পাত উঠে গেছে। এ কারণে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনায় পড়েছেন। কিন্তু এই লোহারপাত অপসারণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয়রা জানান, দীর্ঘ দুই মাস ধরে এই সেতুর একাধিক স্থানে লোহার পাত উঠে গেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেতুর ওপর। এটা সরকারি সম্পদ, যে কেউ ইচ্ছে করলেই অপসারণ করতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও লোহার পাত অপসারণের ব্যবস্থা নিচ্ছেন না। এতে প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটে চলেছে।

বিজ্ঞাপন

পথচারী জেনুর মিয়া বলেন, এই সেতুর ওপর উঠলেই সাবধান হতে হয় আমাদের। উঠে যাওয়া লোহার পাত দেখে যানবাহন এক পাশ দিয়ে চলাচল করে।

মটরবাইক চালক লিপসন মিয়া বলেন, রাতে বেলায় মটরবাইক চালানোর সময় সেতুর ওপর উঠলেই দেখা যায় লোহারপাত উঠে আছে। একদিন ভুলবশত ওই লোহার পাতে উঠে ছিলাম, পরে কঠিন ব্রেক কষে বাইক থেকে পড়ে গেছি। এভাবে অনেকেই দুর্ঘটনায় পড়েন।

সুনামগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, এই ছোট্ট বিষয়টি অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে, অনেকেই সেটি জানিয়েছেন। আমরা দ্রুতই এই পাত অপসারণের উদ্যোগ নেব।

সারাবাংলা/এনএস

বিপজ্জনক অবস্থায় লোহার পাত সুনামগঞ্জ সেতু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর