বিধিনিষেধের ৭ম দিনে রাস্তায় বেড়েছে মানুষ, কমেছে তল্লাশি
৭ জুলাই ২০২১ ১১:০৫ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৩:৩৭
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে রাস্তায় বেশি মানুষের চলাচল দেখা যাচ্ছে। রাস্তায় চেকপোস্ট থাকলেও তল্লাশি বা টহলের সংখ্যাও কমেছে।
বুধবার (৭ জুলাই) কদমতলী কেরানীগঞ্জে সরেজমিনে ঘুরে গেছে এ দৃশ্য দেখা গেছে। গত দিনগুলোর তুলনায় আজকে মানুষ ও রিকশা, ব্যক্তিগত যানবাহন রাস্তায় বেশি চলাচল করছে। কদমতলীতে ছোট ছোট ফুটপাতের দোকানগুলো খুলতে দেখা যাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে রিকশা ও ভ্যানে চড়ছেন একাধিক মানুষ।
এদিকে শুরু থেকেই বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারও জরিমানা করছেন। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। তবে সপ্তম দিনে এসে সেই তৎপরতা অনেকটায় কমে গেছে।
কদমতলী থেকে বাবু বাজার যাচ্ছেন পথচারী হৃদয়ে। তিনি সারাবাংলাকে জানানা, প্রথমে যে রকম কড়াকড়ি ছিল এখন কিছুই নেই। প্রথম কয়েকদিন পুলিশ জিজ্ঞেসাবাদ করলেও এখন কিছুই বলে না। যে যার মত করে যাচ্ছে।
ফুটপাতের দোকানি সেলিম জানান, দোকান না খুললেই চলবে কিভাবে— কয়দিন লকডাউন (বিধিনিষেধ) মানা যায়? পুলিশ যা বলবে বলুক, খাবার ঘরে না থাকলে কারোর মাথায় কাজ করে না।
কদমতলী কেরানীগঞ্জের ডিউটিরত পুলিশ নাম প্রকাশ না করা শর্তে জানান, আমরা সকাল থেকে ডিউটি করে যাচ্ছি। যার মুখে মাস্ক নেই তাকে সাবধান করে দেওয়া হচ্ছে। আর যাকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞেসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। তবে এখানে অধিকাংশও শ্রমজীবী মানুষ। কেউ না কেউ কোনো কাজের সঙ্গে জড়িত আছে। আর যদি জিজ্ঞেসা করা হয়, বাহিরে হয়েছেন কেন? কোনো না কোনো কাজের প্রসঙ্গ তুলে ধরছে।
প্রসঙ্গত, সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। যা গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর হয়। যা বিশেজ্ঞদের পরামর্শে আরও এক সপ্তাহ বৃদ্ধির করার কথা জানিয়েছে সরকার। গত সোমবার (৫ জুলাই) সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করার হয়। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও মোতায়েতন করেছে সরকার।
সারাবাংলা/এআই/এনএস