Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে একদিনে আক্রান্ত ৬১১, সংক্রমণের হার ৩৭%

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ০৯:৪৬ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৪:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬১১ জন। একই সময়ে ‍মৃত্যু হয়েছে চারজনের।

এ নিয়ে চট্টগ্রামে টানা দুইদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছয়শ’র বেশি রেকর্ড হচ্ছে। এর আগের দিন ৬৬২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। ২০২০ সালের এপ্রিলে করোনার সংক্রমণ শুরুর পর গত ১৫ মাসের মধ্যে ২৪ ঘণ্টায় এত আক্রান্তের রেকর্ড নেই।

বিজ্ঞাপন

বুধবার (০৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তদের মধ্যে নগরীর ৪৬৫ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ১৪৬ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ৩২ জন, মীরসরাইয়ে ২৪ জন, রাউজানে ১৯ জন, হাটহাজারীতে ১৮ জন, পটিয়ায় ১৪ জন, ফটিকছড়িতে ১১ জন, রাঙ্গুনিয়া ও আনোয়ারায় ১০ জন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাকি উপজেলাগুলোত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ জনের নিচে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৮ হাজার ২৯৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩ হাজার ৯০৫ জন।

বিজ্ঞাপন

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৩৫ জন। এর মধ্যে নগরীর ৪৮৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৫১ জন আছেন।

সারাবাংলা/আরডি/এএম

করোনাভাইরাস চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর