Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে যুক্তরাষ্ট্র থেকে আনা ব্রাহামা জাতের ১৮টি গরু আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ০০:১৯

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মিথ্যা ঘোষণায় আসা ব্রাহামা জাতের ১৮টি গরু আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। সোমবার (৫ জুলাই) গরুগুলো বিমানবন্দরে নামার পর আটক করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক।

তিনি জানান, গরুগুলো যুক্তরাষ্ট্র থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়। গরুগুলো ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী। এগুলোর আমদানিকারকের জায়গায় ‘মোহাম্মদপুরের সাদেক এগ্রো’র নাম লেখা রয়েছে।

আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহামা জাতের গরু আমদানির অনুমতি নেই। এছাড়াও গরু আসার পরে তার আমদানিকারককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গরুগুলোর প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। ঢাকা কাস্টমস হাউজ হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় সেগুলো প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় রাখা হয়েছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

১৮টি গরু আটক ব্রাহামা জাত যুক্তরাষ্ট্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর