Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই’র নতুন এমডি তারিক আমিন ভূইয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ২৩:৪৩ | আপডেট: ৬ জুলাই ২০২১ ২৩:৪৪

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী তারিক আমিন ভূইয়া।

মঙ্গলবার (০৬ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সোমবার (৫ জুলাই) ডিএসই‘র এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করে ডিএসই। উল্লিখিত তিন জনের মধ্যে থেকে কমিশন তরিকুল আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগে অনুমোদন দেয়।

তারিক আমিন ভূইয়া ফ্রেন্ডশিপ এনজিওর আইটি অ্যাডভাইজার, হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনির প্রতিষ্ঠাকালীন সিইও ও সিটিপিও এবং হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও ছিলেন। অন্য দুইজনের মধ্যে অভিজিৎ কুমার সাহা মার্কেন্টাইল ব্যাংকের উপ-প্রধান অর্থ কর্মকর্তা ও মুস্তাফিজুর রহমান সাবেক সচিব।

উল্লেখ্য, প্রায় ছয় মাস পর এমডি পাচ্ছে ডিএসই। এর আগে সাবেক এমডি সানাউল হক গত বছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন। পরে গত ২১ অক্টোবর ডিএসইর পর্ষদ সভায় তা গৃহীত হয়। পরে তিনি গত ৭ জানুয়ারি ডিএসই‘র এমডি পদ থেকে বিদায় নেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

ডিএসই তারিক আমিন ভূইয়া নতুন এমডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর