সিপিসি’র শীর্ষ সম্মেলনে বিএনপি
৬ জুলাই ২০২১ ২১:২৭ | আপডেট: ৬ জুলাই ২০২১ ২১:৫২
ঢাকা: চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টির শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।
সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সিপিসি’র সম্মেলনে আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল; প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী; আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল খান; মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম; সহ-সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা; নির্বাহী কমিটি সদস্য জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা, নায়েব ইউসুফ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির ও সরদার মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।
সারাবাংলা/এজেড/টিআর