Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ৩৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ২০:৪৭

খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনা শনাক্তের হার দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও করোনা আক্রান্ত হয়য়ে মৃত্যু হয়েছে এক জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিস জানায়, চলতি মাসে মোট ৫৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৬ জন। নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৫১ শতাংশ।

এছাড়াও, জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আট হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এক হাজার ৩৬৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সেক্ষেত্রে, শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। বর্তমানে করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬। তাদের মধ্যে করোনা আক্রান্ত ২০ জন। এছাড়াও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন।

এর আগে, ২০২০ সালের ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত এক পোশাক শ্রমিক খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এ ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা সারাবাংলাকে বলেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়তে থাকবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/একেএম

করোনাভাইরাস কোভিড-১৯ খাগড়াছড়ি শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর