Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১৯:৫২

ঢাকা: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজারের ঘটনায় প্রথম থেকেই তিনি ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার রাতে তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল।

বাচ্চু মিয়া আরও জানান, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুভাষ সাহার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। বর্তমানে তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি বাসে বসা ছিলেন। বিস্ফোরণের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

এর আগে, ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

সারাবাংলা/এসএসআর/একেএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মগবাজার বিস্ফোরণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর