Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দিনেও ভ্যাকসিনের নিবন্ধন করতে পারেনি শেকৃবির কোনো শিক্ষার্থী

শেকৃবি প্রতিনিধি
৬ জুলাই ২০২১ ১৭:৫১ | আপডেট: ৬ জুলাই ২০২১ ২০:০৮

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধন শুরুর ঘোষণা দেওয়ার ৬ষ্ঠ দিনেও নিবন্ধিত হতে পারেনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে যেসকল আবাসিক শিক্ষার্থীদের তালিকা (সঠিক এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় থেকে এম আই এস ডিজিএইচএস এ পাঠানো হয়েছিলো তাদের নিবন্ধনের জন্য বলা হয়। তবে এখন অবধি সকল শিক্ষার্থীদের তথ্য আপডেট না হওয়ায় কেউই নিবন্ধন সম্পন্ন করতে পারেননি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান সারাবাংলাকে বলেন, তথ্য সঠিক থাকলে আমরা বৃহস্পতিবারই সকল আপডেট করে ফেলতে পারতাম। তবে অনেক ক্ষেত্রে ভুল এনআইডি নম্বর বা নামের সঙ্গে অমিল থাকাসহ বেশ কিছু অসংজ্ঞতি দেখা যায়। এতে সকল শিক্ষার্থীর তথ্য ওয়েবসাইটে আপডেট করতে বিলম্ব হচ্ছে। তবে আগামী বৃহস্পতিবার নাগাদ তা হয়ে যাবে বলে আশা করছি।

এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হালনাগাদকৃত তালিকায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের মহিলা শিক্ষার্থীদের নামের স্থানে পুরুষ শিক্ষার্থী, আবার কবি কাজী নজরুল ইসলাম হলের পুরুষ শিক্ষার্থীর নামের স্থানে মহিলা শিক্ষার্থীর নাম দেখা যায়। তাছাড়াও নাম, রেজিস্ট্রেশন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সঠিক থাকলেও কোথাও কোথাও শিক্ষার্থীর নাম পরিবর্তিত হয়ে গেছে। তাছাড়া রেজিস্ট্রেশন করেও তালিকায় নাম না আসা শিক্ষার্থীও রয়েছেন। শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের জন্য তালিকায় এরকম ভুল থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেকৃবি রেজিস্ট্রার নিবন্ধন বিষয়ে সারাবাংলাকে বলেন, জমাদানের জন্য কম সময় পাওয়ায় কাজগুলো দ্রুত করতে হয়েছিল। তাই দুই একজনের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। কিছু শিক্ষার্থীর ভুল তথ্যও আমাদের কাছে আসে। আমরা সবগুলোই যাচাই করছি। তবে ইউজিসি মারফত আমরা জেনেছি চলতি সপ্তাহেই সকল সঠিক এনআইডি দেওয়া শিক্ষার্থীদের আপডেট সম্পূর্ণ হয়ে যাবে।

শেকৃবি উপাচার্য অধ্যাপক ড মো. শহীদুর রশীদ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, তালিকার কিছু ভুলে আমি অবাক হয়েছি। তবে তালিকার সঠিক তথ্যগুলো দ্রুতই আপডেট হবে বলে ইউজিসি আমাদের নিশ্চিত করেছে। ভুলগুলো যেন দ্রুত সমাধান করতে পারি সেজন্য আমরা কাজ করছি।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ নিবন্ধন ভ্যাকসিন শেকৃবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর