১১,৫২৫ সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু কমেছে একজনের
৬ জুলাই ২০২১ ১৭:৫৫ | আপডেট: ৬ জুলাই ২০২১ ১৮:২১
ঢাকা: দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৫ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঠিক আগের দিনই একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন শনাক্তের নতুন রেকর্ড হয়েছিল।
একই সময়ে আগের দিনের তুলনায় মাত্র একজন কম ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা সংক্রমণ নিয়ে। আগের দিন একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৬৩ জন। এটি এখন একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এ নিয়ে টানা দশম দিনের মতো দেশে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক ব্যক্তি মারা গেলেন। আর দেশে করোনা সংক্রমণ শনাক্ত হলো ৯ লাখ ৬৬ হাজারের বেশি।
সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩৮ হাজার ৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি নমুনা। এ নিয়ে দেশে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা হলো।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১১ হাজার ৫২৫টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড। এর আগের দিনই দেশে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছিল। একদিনের ব্যবধানেই আরও দেড় হাজার সংক্রমণ বেড়ে নতুন রেকর্ড হলো।
এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হলো ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্তের হারও তৃতীয় সর্বোচ্চ স্থানে চলে এসেছে। গত বছরের ১৮ মার্চ, দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার ১১তম দিনে ১০টি নমুনা পরীক্ষায় চার জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। খাতা-কলমের হিসাবে দেশে একদিনে করোনা সংক্রমণের হার সেটিই সর্বোচ্চ ৪০ শতাংশ। তবে সামান্যসংখ্যক সেই নমুনা পরীক্ষা আমলে না নিলে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের হার পাওয়া গেছে গত বছরের ১২ জুলাই। সেদিন সংক্রমণ শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০৪ শতাংশ। সর্বোচ্চ সংক্রমণের হারের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে গত বছরের ৩ আগস্ট— ৩১ দশমিক ৯১ শতাংশ। এরপর গতকাল সোমবার (৫ জুলাই) সংক্রমণের হার ছিল তৃতীয় সর্বোচ্চ ২৯ দশমিক ৩০ শতাংশ। আজ তা আরও বেড়ে ৩১ দশমিক ৪৬ শতাংশ হারে উন্নীত হয়েছে।
একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৬৩ জন। এটি একদিনে করোনা সংক্রমণ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল সোমবারই একদিনে সর্বোচ্চ ১৬৪ জন মারা গিয়েছিলেন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ১৫ হাজার ৩৯২ জনে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৯৮ জন, নারী ৬৫ জন। তাদের মধ্যে পাঁচ জন বাসায় ও ১৫৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি তিন জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী পাঁচ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ২৪ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও রাজশাহী। এছাড়া রংপুর বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ছয় জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন ও সিলেট বিভাগে দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
বেড়েছে সুস্থতাও
আগের দিন দেশে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৫ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কিছুটা বেড়েছে। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ।
সারাবাংলা/এসবি/টিআর