Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধের সময় গড়িয়ে ধানমন্ডির রাস্তায় বেড়েছে গাড়ির চাপ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১৭:২৫

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে রাস্তায় বের হওয়া মানুষের আনাগোনার পাশাপাশি রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে। ধানমন্ডি, জিগাতলা, মোহাম্মদপুরগামী চেকপোস্টেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারিও ছিল একটু ঢিলেঢালা। পাশাপাশি অলিগলিসহ এলাকার বাজারগুলোতে আগের মতোই মানুষের আনাগোনা ও ভীড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড হয়ে ধানমন্ডি-২৭ ও শংকর পর্যন্ত এসব এলাকায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এসব এলাকায় ঘোরাঘুরি করে দেখা গেছে, কঠোর বিধিনিষেধ আরোপের কয়েকদিনের তুলনায় বিধিনিষেধের আওতামুক্ত পরিবহন ও কিছু সরকারি অফিস, ব্যাংক ও সেবাখাতে কিছু অফিস খোলা থাকার কারণে সড়কে স্বাভাবিকভাবে রিকশাসহ অন্যান্য ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেড়েছে। সকাল থেকেই বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন ও রিকশায় চড়ে মানুষকে নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটতে দেখা গেছে। তবে বিধিনিষেধ বাস্তবায়নকারী সংস্থার সদস্যদের নিয়মিত টহল সড়কে অব্যাহত ছিল।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ইতোমধ্যে সেটা আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সারাবাংলা/এনআর/এসএসএ

কঠোর বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর