Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগল-ফেসবুককে হংকং ছাড়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২১ ১৫:৩৮

গুগল, ফেসবুক এবং টুইটারসহ বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোকে সতর্ক করেছে হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেরি ল্যাম। প্রতিষ্ঠানগুলো যদি গোপনীতা আইন পরিবর্তন করতে চায় তাহলে তারা চীন নিয়ন্ত্রিত শহরটি ছেড়ে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আলজাজিরা।

মঙ্গলবার (৬ জুলাই) সংবাদমাধ্যমকে জানায়, আইনের প্রস্তাবিত পরিবর্তনগুলো শুধুমাত্র অনুমতি ছাড়া কারও নাম, পরিচয় ও ঠিকানা অনলাইন প্ল্যাটফরমগুলোতে প্রকাশ করলে ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

মূলত ২০১৯ সালের সরকার বিরোধী আন্দোলনের সময় এই নিয়মটি চালু করে হংকংয়ের সরকার। ওই সময় পুলিশ কর্মকর্তাদের টার্গেট করা হয় এবং তাদের ব্যক্তিগত পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশ করে দেওয়া হয়। এর মধ্যে কিছু কর্মকর্তাদের বাড়ির ঠিকানা ও সন্তানরা কোন বিদ্যালয়ে পড়াশুনা করে তাও প্রকাশ করা হয়েছিল। একইসঙ্গে পরিবারসহ এসব কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়েছিল।

এসব ঘটনা বিবেচনায় এখন নগরীর গোপনীতা রক্ষা আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে হংকং সরকার। কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে অপরাধীকে এক বছরের জেল এবং ভুক্তভোগী বা তার পরিবারকে হুমকি প্রদান, হয়রানি করা বা শারীরিকভাবে আঘাতের চেষ্টা করলে সর্বোচ্চ ১০ লাখ হংকং ডলার (১ লাখ ২৮ হাজার ৭৩১ মার্কিন ডলার) জরিমানার প্রস্তাব করা হয়।

এ বিষয়ে গুগল, ফেসবুক, টুইটার ও অ্যাপল ইনক অ্যান্ড লিংকডইন গত ২৫ জুন হংকং সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। ওই ঠিঠিতে এই আইনের অপব্যবহার হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ খুবই চিন্তার বিষয়। তবে প্রস্তাবিত ধারাগুলো ‘কঠোর নিষেধাজ্ঞার’ শিকার ব্যক্তিদেরও আঘাত হানতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

গুগল গোপনীতা আইন টপ নিউজ ফেসবুক এবং টুইটার হংকং ছাড়ার হুঁশিয়ারি