কেরানীগঞ্জে সকাল-সন্ধ্যা জটলা, পুলিশ দেখলেই ফাঁকা
৬ জুলাই ২০২১ ১৩:১৭ | আপডেট: ৬ জুলাই ২০২১ ১৬:৪১
ঢাকা: ঢাকার কদমতলী, কেরানীগঞ্জে ষষ্ঠদিনের লকডাউনে মানুষ ও ব্যক্তিগত যান চলাচলের বিপরীতে কঠোর অবস্থানে নিয়েছে পুলিশ। অপরদিকে পুলিশের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে জটলা করে বসে থাকছে এলাকাবাসী।
মঙ্গলবার (৬ জুলাই) কদমতলী, কেরানীগঞ্জে সরেজমিনে গেছে দৃশ্য দেখা গেছে।
একদিকে পুলিশের কঠোর অবস্থা অন্যদিকে জটলা। এমনকি কদমতলী কেরানীগঞ্জে ছোট ছোট কয়েকটি চা, পান, বিড়ির দোকান খুলতে দেখা গেছে। এসব দোকানের সামনে মানুষকে বসে থাকতে গেছে।
পানদোকানি রাজ্জাক মিয়া বলেন, ‘লকডাউনে আমাদের কেউ অনুদান দেয়নি। কি করবো, বাধ্য হয়ে কয়েকটি পান নিয়ে বের হয়েছি। যখন এদিকে পুলিশ আসছে, তখন এখান থেকে সড়ে যাচ্ছি, আবার অন্য জায়গায় গিয়ে বসছি।’
রিকশাচালক মশহুর বলেন, ‘কিসের লকডাউন, আগে যা ছিলো এখনো তাই, লকডাউন কেউ মানে নাকি! যদি প্রত্যেকটি ঘরে মানুষের জন্য খাবার নিশ্চিত করতে পারে তবেই মানুষ লকডাউন মানবে। তার আগে না। লকডাউনে আমাদের খাবার লাগে না, বাসা ভাড়া দিতে হয় না? ঘরে বসে থাকলে কি খরচ সরকার দিবে?’
তিনি আরও বলেন, ‘সকাল থেকে বের হয়েছি ইনকাম তেমন নেই। সকাল থেকে মাত্র ৭০ টাকা ইনকাম হয়েছে।’
পথচারী আকাশ বলেন, ‘মানুষ প্রয়োজনে বের হয়, বিনা কারণে না। আমি বের হয়েছি কাজের উদ্দেশে। লকডাউন শুধু গরীবের জন্য, বড়লোকেরা তো খেতে পায়, ওরা বাইরে কেন?’
কদমতলী কেরানীগঞ্জের ডিউটিরত পুলিশ কর্মকর্তা সম্রাট বলেন, ‘আমরা সকাল থেকে ডিউটি করে যাচ্ছি, মানুষকে বার বার সচেতন করার পরও জটলা করছে। অনেক মানুষ আছে, আমরা কি কাজ করছি সেটা দূর থেকে দেখছে। যদি জিজ্ঞেসা করা হয় বাইরে কেন, কোন না কোনো কাজের প্রসঙ্গ তুলে ধরছে।’
সারাবাংলা/এআই/এমও