স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ‘নিরুত্তর’ বাবুনগরী
সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ২৩:২০ | আপডেট: ৬ জুলাই ২০২১ ১০:১৭
৫ জুলাই ২০২১ ২৩:২০ | আপডেট: ৬ জুলাই ২০২১ ১০:১৭
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ধানমন্ডির বাসায় দেখা করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির আমির জুনায়েদ বাবুনগরী ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম জিহাদি। সোমবার (৫ জুলাই) রাত ৮টা ৩৭ মিনিটে তারা দুজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করেন এবং ১০ টা ২৬ মিনিটে বের হয়ে যান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি বাবুনগরি।
স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, হেফাজতে ইসলামের দুজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎ ও বৈঠক শেষে তারা বাসা থেকে ১০ টা ২৬ মিনিটে বের হয়ে গিয়েছেন।
আরও পড়ুন- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন বাবুনগরী
সারাবাংলা/ইউজে/এসএসএ