ভারত থেকে ২ দিনে দেশে এসেছে ১৯০ মেট্রিক টন অক্সিজেন
৫ জুলাই ২০২১ ২৩:০৭ | আপডেট: ৬ জুলাই ২০২১ ০৮:৪৯
ঢাকা: চলতি বছরের ২১ এপ্রিল থেকে বন্ধ থাকার পর আবারও বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে অক্সিজেন আমদানি। এর মধ্যে গত দুই দিনে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে প্রায় ১৯০ মেট্রিক টন অক্সিজেন।
সোমবার (৫ জুলাই) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল।
তিনি বলেন, লিন্ডা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত দুই দিনে ১৫টি ট্রাকে ভারত থেকে প্রায় ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে।
লিন্ডা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান সারাবাংলাকে বলেন, ভারতে অক্সিজেন সংকট থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় পড়ায় আড়াই মাস পর ভারত সরকার অক্সিজেন রফতানির অনুমতি দিয়েছে।
এখন থেকে প্রায় প্রতিদিনই ভারত থেকে অক্সিজেন আমদানি হবে বলেও জানান জিল্লুর রহমান।
সারাবাংলা/এসবি/এসএসএ