সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ নিয়ে নতুন যে ৭ সিদ্ধান্ত
৫ জুলাই ২০২১ ২২:৪৪ | আপডেট: ৬ জুলাই ২০২১ ০০:৪০
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে আবার জাতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবার ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে। এগুলো বাদে অন্যান্য জেলা ও উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে গ্রাম এলাকায় অস্থায়ীভাবে করা হবে ক্যাম্প। ভ্যাকসিন গ্রহণের নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়াও এবার ভ্যাকসিন নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছে কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরকেও ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত ভ্যাকসিন পাবেন ৫৫ বছরের বেশি বয়সীরা।
সোমবার (৫ জুলাই) সারাবাংলাকে এ সব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি বলেন, ‘আমাদের দেশে ৭ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। কিন্তু মাঝে কিছু দিন কিছু সমস্যার কারণে এই কার্যক্রম বন্ধ করা হয়। তবে কয়েকদিন আগে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ভ্যাকসিন আমাদের হাতে এসেছে। এই ভ্যাকসিন দিয়ে আমরা আবার সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘রোববার (৪ জুলাই) আমাদের একটি মিটিং হয়েছে। সেখানে নেওয়া সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শিগগিরই ভ্যাকসিনের জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু করা হচ্ছে।’
নতুন ৭ সিদ্ধান্ত
১— নিবন্ধন শুরু বৃহস্পতিবার
স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সারাবাংলাকে বলেন, আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) ফের অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে এই নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
২- নিবন্ধনের বয়সসীমা ৩৫
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে বলেন, দেশে আগে যারা ৪০ বছরের ঊর্ধ্বে ছিল তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধনের সুযোগ ছিল। তবে এবার সেখানে পরিবর্তন এসেছে। বর্তমান ভ্যাকসিন গ্রহণের নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।
এর আগে, একই দিন সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম সারাবাংলাকে জানান, বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। রোববার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে ভ্যাকসিন ব্যবস্থাপনার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
৩- অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছে কৃষক, শ্রমিক ও আইনজীবী
ডা. শামসুল হক বলেন, দেশে আগে ভ্যাকসিন গ্রহণের অগ্রাধিকার তালিকায় ১৮ ক্যাটাগরির মানুষ ছিলেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক, মেডিক্যাল-নার্সিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে সিনোফার্মের দ্বিতীয় ধাপে। এবারে এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে কৃষক, শ্রমিক এবং আইনজীবীরা। তবে শুধুমাত্র যারা বারের সদস্য এমন আইনজীবীরাই আপাতত ভ্যাকসিন পাবেন।
তিনি বলেন, কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই তাদেরও এবার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। এক্ষেত্রে আমরা কৃষক, শ্রমিকদের তালিকার জন্য কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেবো। তারা যে তালিকা দেবেন, সে তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে।
৪- ভ্যাকসিন দেওয়া হবে রোহিঙ্গা ক্যাম্পে থাকা ৫৫ বছরের বেশি বয়সীরাও
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরকে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির আওতায় সিদ্ধান্ত হয়েছে। আপাতত সেখানে ভ্যাকসিন পাবেন ৫৫ বছরের বেশি বয়সীরা।’
৫- মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হবে ১২ সিটি করপোরেশনে
ডা. শামসুল হক বলেন, ‘কোভ্যাক্স থেকে পাওয়া ২৫ লাখ মডার্নার ভ্যাকসিন ও চীন থেকে পাওয়া ২০ লাখ সিনোফার্মের ভ্যাকসিন দিয়ে আমাদের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে। যেহেতু মডার্নার ভ্যাকসিন টেম্পারেচার সেনসিটিভ যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়, তাই এ ভ্যাকসিন দেওয়া হবে সিটি করপোরেশন এলাকায়। এগুলো দেশের ১২ টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘১২টি সিটি করপোরেশন এলাকার মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল ও সিটি করপোরেশনের নির্দিষ্ট ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র থেকে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষ এই ভ্যাকসিনের আওতায় আসবে।’
৬- সিনোফার্মার ভ্যাকসিন দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে
সিনোফার্মের ২০ লাখ ভ্যাকসিন আছে জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘সিনোফার্মের ভ্যাকসিন রাখা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে। তাই ১২ টি সিটি করপোরেশন বাদে অন্যান্য জেলা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া একই জায়গায় যদি দুই ধরনের টিকাদান কর্মসূচি চলে তাহলে হয়তো কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সঙ্গে তাপমাত্রার একটা বিষয় তো রয়েছেই। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘জেলা আর উপজেলা পর্যায়ে আগের ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে এবারও ভ্যাকসিন দেওয়া হবে।’
৭- ভ্যাকসিন প্রয়োগের জন্য গ্রামে করা হবে অস্থায়ী কেন্দ্র
ডা. শামসুল হক বলেন, ‘সবার জন্য ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করতে গ্রাম এলাকাতেও করা হবে অস্থায়ী ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র।’
ডা. শামসুল হক বলেন, ‘নিবন্ধনের কাজটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিভাগ দেখছে, তাদের সব জানানো হবে। স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে মডার্নার ভ্যাকসিন দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে। মডার্না ও সিনোফার্মের ভ্যাকসিন সারাদেশে পৌঁছে দেওয়া হবে।’
সিনোফার্মের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ডা. শামসুল হক।
এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাওয়া মডার্নার ভ্যাকসিন সংরক্ষণ জটিলতার কারণে সিটি করপোরেশন এলাকার বাইরে দেওয়া হবে না। খুব দ্রুতই এটি প্রয়োগ শুরু হতে পারে। নিবন্ধন করেই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এক্ষেত্রে যে কেন্দ্রে নিবন্ধন করা হবে সেই নির্দিষ্ট কেন্দ্রেই ভ্যাকসিন দেওয়া হবে। তবে মডার্নার ভ্যাকসিন নিতে চাইলে তাকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।’
এ দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সারাবাংলাকে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দেশে ৮০ শতাংশ জনগোষ্ঠীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। আমরা সেটি পূরণ করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি এবার আর কোনো সমস্যা হবে না। আমরা বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন যোগাড় করার চেষ্টা করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই এখানে আমরা সফল হবো।’
তিনি বলেন, ‘আশা করছি এবার আমরা খুব দ্রুত ও আগের মতো সফলভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে পারব।’
সারাবাংলা/এসবি/একে