Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু মানুষ হত্যার শামিল: জাসদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ২২:০৩

হাসানুল হক ইনু [ফাইল ছবি]

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সকল জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য বিগত অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দ থাকার পরও সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা কেবল দায়িত্ব পালনে ব্যর্থতা ও গাফিলতিই নয়, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এ ব্যর্থতা ও গাফিলতি মানুষ হত্যার অপরাধের সমতুল্য।

বিজ্ঞাপন

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে হাসানুল হক ইনু এ কথা বলেন।

বিবৃতিতে তিনি হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর জন্য দায়ীদের অবিলম্বে বিচারের সম্মুখীন করার দাবি জানান। জাসদ নেতারা বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ আছে। দেশে প্রয়োজনীয় মেডিকেল অক্সিজেন উৎপাদন ও আমদানি হচ্ছে। বাজারে আমদানিকৃত পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেনারেটর, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা প্রাপ্যতাও আছে।’

অক্সিজেনের অভাবে যেন একজন রোগীর মৃত্য না হয় তা নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা হাসপাতালগুলোর জন্য থোক বরাদ্দ ও স্থানীয়ভাবে ক্রয়ের আর্থিক স্বাধীনতা প্রদান করে অবিলম্বে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনারেটর, পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংগ্রহের নির্দেশ প্রদানের দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/একে

করোনা জাসদ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর