Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সৌদিফেরত যুবককে কুপিয়ে হত্যা, গ্রাম পুলিশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৯:৩২

ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে মতিউর রহমান মোহন নামে সৌদিফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রসুলপুর বাজারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ওই এলাকার গ্রাম পুলিশ কাঞ্চন মিয়াকে আটক করেছে।

নিহত মোহন উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে গ্রাম পুলিশ কাঞ্চনকে নিয়ে শিবগঞ্জ বাজারে যাচ্ছিলেন মতিউর রহমান মোহন। শিবগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই মোহনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা মোহনকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য গফরগাঁও থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

সারাবাংলা/এমও

গ্রাম পুলিশ সৌদিফেরত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর