Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ঢাবির ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৮:৪৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে গত ১ জুলাই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার (৫ জুলাই) পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সন্তান, তথ্য-প্রযুক্তিবিদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির ঐতিহাসিক দিবসটিকে স্মরণীয় করে রাখতে ওইদিন এ সংক্রান্ত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেছেন জেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।’

বিজ্ঞাপন

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অকৃত্রিম শ্রদ্ধা, মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেজন্য বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত।’

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূতির স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সচিব সেবাস্টিন রেমা।

সারাবাংলা/টিএস/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর