ভ্যাকসিন নিবন্ধন নিয়ে ভোগান্তিতে খুবি শিক্ষার্থীরা
৫ জুলাই ২০২১ ১৭:১৪ | আপডেট: ৫ জুলাই ২০২১ ১৭:১৭
করোনার ভ্যাকসিন নিবন্ধন নিয়ে বিপাকে পড়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভ্যাকসিন পেতে ইতোমধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সঠিক তথ্য পূরণ করেও অ্যাপে নিবন্ধন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এছাড়া নিবন্ধন সংক্রান্ত জটিলতা দূর করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ থেকে হলের যে নাম্বারগুলো দিয়েছে সেখানে যোগাযোগ করেও সঠিক সমাধান পাচ্ছেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। হল থেকে বলা হচ্ছে অপেক্ষা করতে। তাই নিবন্ধনে জটিলতা দূর করে দ্রুত ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চয়ন মাহমুদ বলেন, সুরক্ষা অ্যাপে কয়েকবার চেষ্টা করেও আমি নিবন্ধন করতে পারছি না। এরপর বিশ্ববিদ্যালয়ের দেওয়া নাম্বারে যোগাযোগ করি। তারা আইডি কার্ডের স্ক্যান কপি আবার পাঠাতে বলছে। মাঝে মাঝে চেষ্টা করতে বলছে ও সমাধান করতে কয়েক সপ্তাহ দেরি হতে পারে বলে জানিয়েছে।
আরেক শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম বলেন, সবাইকে ভ্যাকসিন দিয়ে ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। শুধু আবাসিকরা ভ্যাকসিন পাবে সেটা তো হবে না। অনাবাসিকরা কি দোষ করলো। আবাসিক-অনাবাসিক সবারই ভ্যাকসিনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ভ্যাকসিন দিবে, কিন্তু সেটা যেন অতি দ্রুত নিশ্চিত করে। অনাবাসিকরা যেন আবাসিকদের তুলনায় পিছিয়ে না পড়ে।
মো. আশরাফুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে আমি নিবন্ধন করতে পারছি না। তারপর হলের নম্বরে যোগাযোগ করলে তারা বললো অপেক্ষা করতে। বলছে এটা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী নওরিন আহমেদ নোভা বলেন, আমি বারবার চেষ্টা করেও নিবন্ধন করতে পারছি না। সমাধানের জন্য হলের নম্বরে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে অবশেষে যোগাযোগ করতে পারি। নতুন করে আবার আমার এনআইডি নাম্বার পাঠিয়েছি।
খুবির প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. তানজিল সওগাত বলেন, অনেক সময় ভুল তথ্য দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারছেন না। এটা অনেকেরই সমস্যা হচ্ছে। জন্ম নিবন্ধন দিয়ে যারা চেষ্টা করছে তারা হয়তো কেউ পারছে না। এনআইডি ভুল দেওয়ার কারণেও এ সমস্যাটা হচ্ছে। এ সমস্যাগুলোর সমাধানে ইতোমধ্যে ইউজিসিতে বিষয়টি জানানো হয়েছে। তারা আবারও ভুল সংশোধন করে সঠিক তালিকা পাঠাতে বলেছে। একারণে যারা যারা নিবন্ধন করতে পারছে না তাদের ডাটাগুলো প্রত্যেক হল থেকে ইতোমধ্যে আবার সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, অধিকাংশ শিক্ষার্থী নিবন্ধন করতে পারছে, দুই একজন হয়তো পারছে না। যাদের সমস্যা হচ্ছে ইতোমধ্যে পুনরায় তাদের তথ্য সংগ্রহ করার জন্য হলগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। হলগুলো থেকে আমাদের কাছে নাম পাঠালে আমরা আবার সেগুলো ইউজিসিতে পাঠাবো। ওরা আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবে। আশা করি এর মাধ্যমে একটা সমাধান আসবে।
সারাবাংলা/এসএসএ