Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদকে ‘বড় চ্যালেঞ্জ’ মানছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৬:৫২ | আপডেট: ৫ জুলাই ২০২১ ১৮:১৪

ফাইল ছবি

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, গত ঈদে মানুষ যেভাবে বাড়িতে গেছে তার প্রভাব আমরা দেখেছি। তাই এবারের ঈদটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ করোনা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে, তা চিন্তার বিষয়।

সোমবার (৫ জুলাই) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

গত ঈদের মতো যাতে পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় সপ্তাহটা গুরুত্বপূর্ণ। আমরা ১৪ তারিখ পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো। তারপর পর্যবেক্ষণ করবো। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে পারবো, যে কি করলে ভালো হবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ জারি করার পরেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সরকার মনে করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একমাত্র উপায় বিধিনিষেধ অব্যাহত রাখা। যেকোনোভাবে করোনাভাইরাসের সংক্রমণ কমানোই এখন লক্ষ্য।’

পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও সাতদিনের বিধিনিষেধ দেওয়া হলো জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আরও কয়েক জায়গায় বিধিনিষেধ চলমান। কিন্তু দেশজুড়ে বর্তমান যে পরিস্থিতি আছে তা বিবেচনায় নিয়ে কারিগরি কমিটি ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো সংক্রমণ নিয়ন্ত্রণ করা। যেভাবে উচ্চহারে সংক্রমণ বেড়ে যাচ্ছে তা কমানোর উপায় এই বিধিনিষেধ। আমরা দেখছি বিধিনিষেধ আরোপ করার পরও প্রতিদিন সংক্রমণ আশঙ্কাজনক হারে ওঠানামা করছে। আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। আবারও ১২ অথবা ১৩ জুলাই আমরা পরের সিদ্ধান্ত নেবো। গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।’ সেক্ষেত্রে আরও কিছুদিন লকডাউন চালিয়ে যেতে হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর