‘সিটি করপোরেশনের বাইরে মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে না’
৫ জুলাই ২০২১ ১৬:২৫ | আপডেট: ৫ জুলাই ২০২১ ১৭:৩৪
ঢাকা: ভ্যাকসিন সংরক্ষণজনিত জটিলতার কারণে মার্কিন প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিন সিটি করপোরেশন এলাকার বাইরে দেওয়া হবে না। আগামী ১০ দিনের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে। সোমবার (৫ জুলাই) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধি’দফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মডার্নার এ ভ্যাকসিন মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশের সব জেলায় এ সুবিধা না থাকার কারণে মডার্নার ভ্যাকসিন সিটি করপোরেশনের বাইরে দেওয়া হবে না।
এ ব্যাপারে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাওয়া মডার্নার ভ্যাকসিন সংরক্ষণ জটিলতার কারণে সিটি করপোরেশন এলাকার বাইরে দেওয়া হবে না। আগামী ১০ দিনের মধ্যে এটি প্রয়োগ শুরু হতে পারে।
তিনি আরও বলেন, নিবন্ধন করেই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এক্ষেত্রে যে কেন্দ্রে নিবন্ধন করা হবে সেই নির্দিষ্ট কেন্দ্রেই ভ্যাকসিন দেওয়া হবে। তবে মডার্নার ভ্যাকসিন নিতে চাইলে তাকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, দেশে ভ্যাকসিন গ্রহণের জন্য ফের নিবন্ধন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে।
সারাবাংলা/এসবি/আইই