মহাখালীতে বেড়েছে গাড়ির চাপ
৫ জুলাই ২০২১ ১৫:২১ | আপডেট: ৫ জুলাই ২০২১ ১৭:০১
ঢাকা: বিধিনিষেধের পঞ্চম দিনে রাস্তায় গাড়ির চাপ আরও বেড়েছে। ব্যক্তিগত গাড়িতে বহু মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। ব্যাংক খোলা থাকায় রাস্তায় এই চাপ আরও বেড়েছে। সোমবার (৫ জুলাই) রাজধানীর মহাখালীতে এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মহাখালীর সিগন্যালগুলোতে থেমে থেমে গাড়ির জটলা তৈরি হচ্ছে। প্রথম চার দিনের চেয়ে আজ রাস্তায় গাড়ি আরও বেশি৷ সিএনজি ও মোটরবাইকেও যাত্রী পরিবহb চলছে। প্রচুর সংখ্যক রিকশা রয়েছে রাস্তায়। কড়াকড়ি অন্য দিনের চেয়ে ঢিলেঢালা।
শাহীনবাগের বাসিন্দা অমিত সারাবাংলাকে বলেন, ‘আমরা বায়িং হাউসে কাজ করি। অফিসে যেতেই হবে। অফিসের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গতকালও রাস্তায় অনেক গাড়ি ছিল। আজও গাড়ির চাপ বেশি।’
তিনি বলেন, ‘এভাবে অফিস খুলে না রেখে একেবারে সব বন্ধ থাকলে রাস্তায় আর চাপ বাড়ত না। করোনাও কিছুটা নিয়ন্ত্রণে আসত।’
গুলশান যাচ্ছিলেন মিরপুরের বাসিন্দা রফিক। তিনি সারাবাংলাকে বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় আমরা সমস্যায় পড়েছি। রাস্তায় তো ব্যক্তিগত গাড়ির অভাব নেই। ভেঙে ভেঙে গুলশান যেতেই একদিনের আয় শেষ৷ তাহলে চলব কীভাবে।’
রাস্তায় গত কয়েকদিনের চেয়ে আজ গাড়ি আরও বেড়েছে বলে মন্তব্য তারও।
মহাখালী এলাকার একজন দোকানী ফুহাদ বলেন, ‘কোনো রকমে দোকান খোলা রাখছি। প্রায়ই বন্ধ করতে হচ্ছে। রাস্তায় এখন গাড়ি বেড়েছে। মানুষ কি আর ঘরে থাকতে চায়? কাজেই তো বের হচ্ছে। গেল কয়েকদিনের চেয়ে রাস্তায় আজ গাড়ি অনেক বেশি।’
সারাবাংলা/ইএইচটি/একে