Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্লীল ছবি ইন্টারনেটে: স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৫:১৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর সবুজবাগে ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে পড়ায় উর্মি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এই ঘটনায় সবুজবাগ থানায় আত্মহত্যা প্ররোচনা এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

সবুজবাগ থানার ডিউটি অফিসার এসআই সাইফুর রহমান বলেন, রোববার (৪ জুলাই) বাসাবো এলাকায় মেয়েটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে মামলা করেছেন। ভিকটিমের বাসা যাত্রাবাড়ি এলাকায়। আসামিদের বাড়ি একই এলাকায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগ উত্তর বাসাবোর টিনসেড বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে উর্মির মামা রাজিব হোসেন জানায়, সে সবুজবাগ উত্তর বাসাবোয় তাদের বাসায় থেকে পড়াশুনা করতো। বাসাবো উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে পড়তো। দুই বোনের মধ্যে উর্মি ছিল বড়।

রাজিব আরও জানান, উর্মির বাবা-মা যাত্রাবাড়ি ধলপুর এলাকায় থাকে। সেখানে শামীম ও ফাহিম নামে দুই যুবক উর্মিকে ডিস্টার্ব করতো। পরে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে অশ্লীল ছবি তুলে। ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করতো। কয়েক দফা টাকাও দেয় উর্মি। পরে আরও টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকার করে।

রাজিব জানায়, টাকা না দেওয়ায় দুই যুবক অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলে উর্মির মা এই বিষয় নিয়ে তাকে বকাঝকা করে। অভিমানে উর্মি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একেএম

অশ্লীল ছবি ইন্টারনেটে স্কুলছাত্রীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর