ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত: মৃত্যু বেড়ে ৫০
৫ জুলাই ২০২১ ১০:০২
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যু বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে। খবর বিবিসি।
রোববার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে এগোরাটায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানটি মিনদানাও দ্বীপের কাগায়ান ডি ওরো থেকে জোলো দ্বীপে ৯২ জন সেনা সদস্যকে বহন করে নিয়ে যাচ্ছিল। জোলো বিমানবন্দরে অবতরণের সময় সি-১৩০ হারকিউলিস বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।
উদ্ধারকর্মীরা তাৎক্ষনিক ১৭ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে আরও মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সোবেজানা সাংবাদিকদের বলেন, বিমানটি অবতরণের সময় রানওয়ে মিস করে। এটি আবারও নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীগুলোকে মোকাবিলা করতে সেখানে সেনা সদস্য মোতায়েন করেছে সরকার। মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের একটি অংশ নিয়ে বিমানটি জোলো দ্বীপে যাচ্ছিল।
সারাবাংলা/একেএম