Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার ব্যাংক-পুঁজিবাজারের পাশাপাশি খোলা থাকবে বিমাও

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ২৩:৩১

ঢাকা: ব্যাংক ও পুঁজিবাজারের পর এবার বিমা কোম্পানির অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সোমবার (৫ জুলাই) থেকে বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

রোববার (৪ জুলাই) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে আইডিআরএ। পাশাপাশি বিমা কর্মীদের দাফতরিক কাজে অফিসের গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (১ জুলাই) বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) থেকে বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার দাবি জানানো হয়। এরই ধাবাহিকতায় রোববার আইডিআরএ থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হয়।

চিঠিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার বিষয়ে অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া চিঠির পর আইডিআরএ থেকে সব বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা এবং নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কার্যলয় খোলা রাখা সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী সীমিত সংখ্যক জনবল নিয়ে বিমা কোম্পানির অফিস এবং আইডিআরএ‘র কার্যালয় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার বিমা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর