Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালেও মোংলা বন্দরে ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ২৩:২১

মোংলা (বাগেরহাট): দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলা রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে। বিদায়ী অর্থবছর ২০২০-২১ সালে লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর নীট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ৯৭০টি জাহাজ আগমনের ফলে এই রেকর্ড করে বন্দরটি। এ সময়ে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ পণ্য হ্যান্ডলিংও (ওঠানামা) হয়েছে। গত অর্থ বছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস করেছিল। রোববার (৪ জুলাই) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বন্দরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থ বছরে বন্দরে আসা ৯৭০টি জাহাজ থেকে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়। এছাড়া ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয় এবং ১৪ হাজার ৪৭৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়। তবে এসব গাড়ির ৪০ শতাংশ খালাস হয়েছে বলেও দাবি করেন।

বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে মোংলা বন্দর দেশের অর্থনীতি এবং আমদানি-রফতানির বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। করোনাকালেও বন্দরের উন্নয়নে ৯টি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে।

চলতি অর্থ বছরে (২০২১-২২) মোংলা বন্দরে এক হাজারেরও অধিক জাহাজের আগমনসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শহিনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রক্ষক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান জহিরুল হক, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপ-প্রধান প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান মিনা ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মো. নিয়ামুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

২০২০-২১ অর্থবছর ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর