Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে বিনা মূল্যে করোনা টেস্টের উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ২৩:১৩ | আপডেট: ৪ জুলাই ২০২১ ২৩:৩৪

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মূল্যে কোভিড-১৯ টেস্টের উদ্যোগ নিয়েছে সরকার। জুলাই মাস জুড়ে এই টেস্টের ব্যবস্থা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (৪ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এ ঘোষণা দেওয়া হয়।

তথ্য অধিদফতর থেকে পাঠানো বিবরণীতে বলা হয়, দেশে কোভিড-১৯-এর বিস্তার বৃদ্ধি পাওয়ায় এবং একসঙ্গে একই পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় দেশের অপেক্ষাকৃত দরিদ্র মানুষের পক্ষে কোভিড-১৯ শনাক্তকরণের ফি বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

কোভিড-১৯ নির্মূলে বেশি সংখ্যক পরীক্ষা করা জরুরি। বিধিনিষেধ চলাকালে দেশের মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে জুলাই মাস জুড়ে বিনামূল্যে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য বিভাগ। জুলাই মাস জুড়ে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই নির্দেশনা বলবৎ থাকবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

করোনা টেস্ট জুলাই টপ নিউজ বিনা মূল্যে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর