Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ২১:০৮

চাঁপাইনবাবগঞ্জ: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।

রোববার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাতরশিয়া নামক সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি ব্যাটলিয়নের জহুরপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার গমেরচর গ্রামের মো. আবু গাফ্ফারির ছেলে মো. হাবিবুর রহমান (৩৩), দশরশিয়া গ্রামের পিন্টুর ছেলে মো. নয়ন (১৯) ও একই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মো. রবি (১৯)।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৯/৭এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে ভারতে গমন ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়। জহুরপুর বিওপির টহল দল নায়েক মো. ফজলুল করিমের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাতরশিয়া নামক গ্রামে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়— তারা গরু চরানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করছিল। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গমন ও প্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

অবৈধভাবে সীমান্ত অতিক্রম আটক ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর