Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৫৫টি ধাতব মুদ্রাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ২০:৪২

বগুড়া: বগুড়ায় ৫৫টি ধাতব মুদ্রাসহ শাহীন ইমরান আলী (৫০) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃটিশ আমলের ম্যাগনেটিক ও বহু মূল্যবান হিসাবে ওই মুদ্রা নিয়ে প্রতারণা করে প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিতো। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে মুদ্রা তৈরির ছাঁচও উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত ১১টার দিকে শহরের শাপলা সুপার মার্কেটে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে শাহীন ইমরানকে গ্রেফতার করে। তার নিকট ধাতব মুদ্রা ছাড়াও নগদ টাকা পাওয়া যায়। উদ্ধার করা মুদ্রাগুলোর কয়েকটিতে কোনো ছাপ ছিলো না।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। সে ভাঙারির দোকান থেকে মুদ্রা কিনে এসিড ও আগুনে পোড়ানোর পর কেমিক্যাল ব্যবহার করে ছাপ দিয়ে মুদ্রা তৈরি করে। মুদ্রায় মূল্যবান ইউরেনিয়াম রয়েছে বলে প্রতারকরা প্রচার করে। আর এসব ধাতব নকল মুদ্রার মূল্য কয়েক কোটি টাকা বলে প্রচার করার পর প্রতারণার মাধ্যমে বিক্রি করা হচ্ছিল বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

ধাতব মুদ্রা প্রতারক চক্র ভাঙারির দোকান র‌্যাব-১২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর