Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁকা রাস্তা, চায়ের দোকান-অলিগলিতে মানুষের জটলা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৮:১৩ | আপডেট: ৪ জুলাই ২০২১ ২০:০০

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আজ চতুর্থ দিন চলছে। এর ফলে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর ফাঁকা হলেও উল্টো চিত্র দেখা যায় এলাকার চায়ের দোকান আর অলিগলিতে। মানুষের জটলা যেন শেষ হওয়ার নয়। সবাই যেন মেতে আছেন খোশগল্পে।

রোববার (৪ জুলাই) রাজধানীর চানখাঁরপুল, নাজিমউদ্দিন রোড, জেলখানা রোড, টিপু সুলতান রোড ও সাতরোওজা রোড এলাকায় এসব দৃশ্য দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, শাহবাগ, কাকরাইল, নয়াপল্টন, গুলিস্তান, মতিছিল, ইত্তেফাক মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউ যেন একদম শুনশান নীরবতা। কিন্তু রাজধানীর অলিগলির প্রতিটি চায়ের দোকানে মানষের জটলা দেখা গেছে। একইসঙ্গে দল বেঁধে গল্প করতেও দেখা গেছে।

দেখা গেছে, রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের টহল টিম কাজ করলেও এলাকার অলিগলিতে কোনো ধরনের টহল টিম কাজ করছে না। ফলে এসব এলাকার অলিগলিতে যেসব দোকান আছে সেগুলো খোলা রয়েছে। ফলে এসব দোকান ও এর আশপাশে মানুষের জটলা তৈরি হচ্ছে— সঙ্গে চলছে খোশগল্প এবং আড্ডা।

চানখাঁরপুল এলাকার বোরহানউদ্দিন কলেজের পাশে একটি চায়ের দোকানে বসে গল্প করছেন কয়েকজন যুবক। বিধিনিষেধ চলাকালে বাহিরে বের হয়ে এভাবে গল্প করা ঠিক কি না— জানতে চাইলে রেগে গিয়ে জ্ঞান না দেওয়ার কথা বলেন তারা। যুবকরা বলেন, তারা নিজেদের ভালোটা বোঝেন। তাই নিজেদের মতো চলবেন কারও কাছে থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই।

রোববার দুপুর ২টা পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় চেকিং কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। এ সময় কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশে দেওয়া হয়। গ্রেফতারকৃতরা জানান, বাহিরে বিধিনিষেধ কেমন চলছে তা দেখতে বের হয়েছেন তারা।

বিজ্ঞাপন

বিধিনিষেধকালে এভাবে বের হওয়া ঠিক কি না— এমন প্রশ্নের জবাবে সবার একই উত্তর দিয়ে বলেন, যা ভালো মনে করেছেন সেটাই করেছেন।

এদিকে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, তারা রাজধানীর অলিগলিতে যেসব দোকান রয়েছে সেগুলোতে অভিযান চালাবেন। ইতোমধ্যে বিধিনিষেধের চতুর্থ দিনে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী শুধু রাজধানীতেই গ্রেফতার করেছেন ৪২৯জন।

সারাবাংলা/এসজে/এনএস 

অলিগলিতে মানুষের জটলা কঠোর বিধিনিষেধ ফাঁকা রাস্তা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর