Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব রেকর্ড ভেঙে একদিনে মৃত্যু ছাড়াল দেড়শ

সারাবাংলা ডেস্ক
৪ জুলাই ২০২১ ১৮:৩১ | আপডেট: ৪ জুলাই ২০২১ ১৮:৫৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। এই প্রথম একদিনে মৃত্যু পেরিয়েছে দেড়শ। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৫৩। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো দেশে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক ব্যক্তি মারা গেলেন। দেশে করোনায় আক্রান্ত মোট মৃত্যুও পেরিয়ে গেল ১৫ হাজার।

একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এর মাধ্যমে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

বিজ্ঞাপন

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন- দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত ৮৬৬১, সংক্রমণের হার তৃতীয় সর্বোচ্চ

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ১৫৩ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, এ নিয়ে দেশে এই সংক্রমণে প্রাণহানি দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৯৬ জন, নারী ৫৭ জন। তাদের ৯ জন বাসায় ও ১৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি তিন জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৭০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ১৫ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও রংপুর বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে তিন জন ও সিলেট বিভাগে দুই জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর