Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি ফিরতে বাস সুবিধা পেতে পারেন রাবি শিক্ষার্থীরা

রাবি করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৬:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়: পরীক্ষা দিতে এসে আটকে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পৌঁছে দিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা তারা জানায়নি।

রোববার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দফতরে সরাসরি জানায়নি কেউ। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুয়েকদিনের মধ্যে এ ব্যাপারে প্রশাসনিক নেওয়া হবে।’

তিনি বলেন, ‘কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়িতে ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দফতরে সশরীরে এসে কোথায় বাড়ি সেই তথ্য তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। তবে আশা করছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে পারব। তবে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব নয়।’

এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে বিভাগগুলোকে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশকয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন বিভাগগুলোর শিক্ষার্থীরা। কিন্তু সরকারি বিধিনিষেধের কারণে সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর