Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশু থাকবে মায়ের কাছে, দেখা করতে পারবেন বাবা’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৪:২২ | আপডেট: ৪ জুলাই ২০২১ ১৫:২৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দম্পতির ১০ বছরের কন্যা সন্তানকে পিতার জিম্মায় দিতে ঢাকার পারিবারিক আদালতের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন আদালত। তবে বাবা চাইলে শিশু সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন।

পারিবারিক আদালতের ওই আদেশ ৩০ দিনের জন্য বা নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। নিয়মিত আদালত চালু হলে পরবর্তী আদেশের জন্য বিষয়টি উপস্থাপন করতে আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়। রোববার (৪ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

বিজ্ঞাপন

আদালতে শিশুর মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আইনজীবী সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুইজনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০০৭ সালে তারা ভালোবেসে বিয়ে করেন। ২০১১ সালে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। কিন্তু ২০১৯ সালে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। তখন সন্তান ছিল মায়ের কাছে। পরে মেয়েকে নিজ হেফাজতে নিতে ঢাকার পারিবারিক আদালতে আবেদন করেন বাবা। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার পারিবারিক আদালত।

গত ১৬ জুন আদালত প্রথমে মায়ের জিম্মায় রাখার আদেশ দেন। এর একদিন পর ওই আদেশ স্থগিত করে পারিবারিক আদালতের দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ বলেন, আগামী ২১ দিন নাবালিকা পিতার হেফাজতে থাকবে। তার মধ্যে মায়ের হেফাজতে থাকবে শুক্রবার ও শনিবার। বাবা সন্তানের অনলাইনে স্কুলের ক্লাসের ব্যবস্থা করবেন। বাদী ও বিবাদীর এবং তাদের বাবা-মা বাসার পরিবেশ দেখা, কার বাসায় কে থাকেন এবং ওই বিষয়ে সার্বিক প্রতিবদনের জন্য ২১ দিনের মধ্যে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে ওই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন মেয়েটির মা। শুনানি শেষে হাইকোর্ট পারিবারিক আদালতের আদেশ ৩০ দিনের জন্য বা নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করে দেন। একইসঙ্গে নিয়মিত আদালত খোলার পর বিষয়টি পরবর্তী আদেশের জন্য উপস্থাপন করতে আইনজীবীকে নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/এএম

টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর