স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় গৃহবধূ নিহত
৪ জুলাই ২০২১ ১৩:১৭
মানিকগঞ্জ: ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা আক্তার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বাড়ি থেকে জরুরি কাজে মানিকগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন গৃহবধূ মর্জিনা। পথিমধ্যে বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক স্বামী আব্দুর রাজ্জাকও আহত হন।
ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম