Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধের কড়াকড়ি, বৃষ্টির বাধা, সবমিলে ফাঁকা ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১১:৪২ | আপডেট: ৪ জুলাই ২০২১ ১২:৪৩

ঢাকা: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের চতুর্থদিনেও কার্যত ফাঁকা রয়েছে রাজধানী ঢাকা। একদিকে বিধিনিষেধের কড়াকড়ি, অন্যদিকে সকাল থেকেই টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিতে ঘরবন্দীই রয়েছেন রাজধানীবাসী।

রোববার (৪ জুলাই) রাজধানীর ধানমন্ডি, মৎস ভবন ও শাহবাগ এলাকাঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

সরেজমিনে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এসব এলাকায় ঘুরে দেখা যায়, বেশিরভাগ সড়কে রিকশাসহ অল্প কিছু যানবাহন চলছে। পুলিশের চেকপোস্ট ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। পথচারীর সংখ্যা তৃতীয় দিনের তুলনায় খুবই কম ছিল। প্রধান প্রধান সড়কে দু’একটা প্রাইভেককার দ্রুততার সঙ্গে ছুটে গেলেও খুব একটা দেখা মেলেনি সিএনজি-রিকশা ও মোটরসাইকেলের মতো যানবাহন। তবে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের তাগিদে অলিগলির মুদি দোকান ও কাঁচা বাজারে সামান্য ভিড় লক্ষ্য করা গেছে।

কেরানীগঞ্জ এলাকাঘুরে দেখা যায়, মানুষ ও ব্যক্তিগত যানচলাচল অন্যদিনের চেয়ে তূলনামূলক অনেক কম। তবে কিছু মানুষজনকে অফিসের উদ্দেশে যেতে দেখা গেছে। পুলিশও তৎপর রয়েছে। দুপুর পর্যন্ত কদমতলী কেরানীগঞ্জ এলাকায় কাউকে আটকও করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও মানুষের চাপ বাড়ছে। দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী রেলক্রসিং, আমতলী, ডিওএইচএস এলাকাঘুরে দেখা যায়, বৃষ্টি কমার পর রাস্তায় মানুষের আনাগোনা বেড়েছে। রাস্তায় গাড়ির চাপ রয়েছে। ভাড়ায় চলছে সিএনজি চালিত অটোরিকশা।

উল্লেখ্য, করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ছয়টা থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং মল থেকে শুরু করে সরকারি ও বেসরকারি অফিস সমূহ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এআই/ইএইচটি/এএম

টপ নিউজ বিধিনিষেধ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর