Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বিভাগে করোনায় ৩১৫ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১১:১৫ | আপডেট: ৪ জুলাই ২০২১ ১৪:০৫

বরিশাল: সর্বশেষ ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে বরিশালে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুই জন এবং ঝালকাঠি জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ৩১৫তে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

একই সময়ে নতুন করে ৩৪৩ জনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৩৭ জন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ৬৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৮১ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১২১ জন নিয়ে মোট আট হাজার ১৯৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ২৭ জন নিয়ে মোট দুই হাজার ৫৪০ জন, ভোলায় নতুন ১৫ জন নিয়ে মোট দুই হাজার ৮৭ জন, পিরোজপুরে নতুন ৮২ জন নিয়ে মোট দুই হাজার ৪১৬ জন, বরগুনায় নতুন ২২ জন নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৪৯২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৭৬ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০৭ জন।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৮ জন ও করোনা ওয়ার্ডে ১৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ এবং ১৬৫ জন আইসোলেশনে রয়েছেন।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু টপ নিউজ বরিশাল বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর