Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ০৯:৫০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর পরীবাগে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মহিউদ্দিন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছে তানভির (২৫) নামে আরেক আরোহী।

শনিবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে পরীবাগ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত মহিউদ্দিনের বাবার নাম মো. জালাল। বাসা কামরাঙ্গীরচর আলীনগর বড়গ্রামে। গাউছিয়া মার্কেটে একটি দোকানে কাজ করতেন মহিউদ্দিন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, রাতে মোটরসাইকেলে দুইজন আরোহী পরীবাগ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়েন মোটরসাইকেলের দুই আরোহী। আহতবস্থায় পথচারীরা উদ্ধার করেন হাসপাতালে নেন।

তিনি জানান, আহত তানভিরকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি বাসায় চলে গেছেন।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ দুর্ঘটনা পরিবাগ ব্যাটারিচালিত ভ্যান শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর